স্টাফ রিপোর্টারঃ
কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের কৃষকরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদের
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। সেই সকল শ্রমজীবী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
জানাতে BD Agriculture এর চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ঈদুল ফিতরের আগমনে এক উষ্ণ শুভেচ্ছা
বার্তা দিয়েছেন।
তিনি বলেন,
“ঈদ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আমাদের একে অপরকে সম্মান, ভালোবাসা এবং আন্তরিকতার
মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ দেয়। দেশের কৃষক ভাই-বোনেরা বছরের পর বছর প্রতিকূলতা সত্ত্বেও
নিজেদের নিবেদিত পরিশ্রমে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। তাদের এই অবদান কোনোভাবেই
ভুলে যাওয়ার নয়।”
তিনি আরও
যোগ করেন, “এই ঈদে আমি সকল কৃষক, কৃষি কর্মী, এবং বিশেষত BD Agriculture পরিবারের সকল
সদস্যদের শুভেচ্ছা জানাই। তাদের পরিশ্রম, দায়িত্বশীলতা এবং প্রজ্ঞা আমাদের দেশের কৃষি
খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা করি, তারা ঈদের আনন্দ ও শান্তি উপভোগ করবেন এবং তাদের
কাজের মাধ্যমে দেশের উন্নতিতে অবদান রাখবেন।”
মোঃ রবিউল
ইসলাম সকল কৃষকের সুস্বাস্থ্য, সফলতা এবং উন্নত ভবিষ্যতের জন্য ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি কৃষকদের উৎসাহিত করে বলেন, “ঈদ আসুক, তবে সবার সঙ্গে একত্রিত হয়ে আমাদের কৃষির
প্রতি ভালোবাসা আরও গভীর হোক। আসুন, একসঙ্গে আমরা উন্নত কৃষি ব্যবস্থার দিকে আরো একধাপ এগিয়ে চলি।” সকল কৃষকের জন্য ঈদের শুভেচ্ছা, BD
Agriculture চেয়ারম্যানের পক্ষ থেকে।
ঈদের খুশি,
সবার মুখে হাসি!
মন্তব্য করুন