স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর 'পাপমুক্তি'র আশায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করলেন বরগুনার এক ব্যক্তি
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর ‘পাপমুক্তি’র আশায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন মো. হেলাল ফকির (৩৮) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।
১২ বছর ধরে লিপি আক্তারের সঙ্গে সংসার করা হেলালের অভিযোগ, সম্প্রতি তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে এক সন্তানকে রেখে নিজ বাড়িতে চলে যান। ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর হেলাল ‘পাপমুক্তি’ পাওয়ার জন্য ২০ লিটার দুধ কিনে গোসল করেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।