রাজশাহীর বাঘা উপজেলা বিএনপি কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপি কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় শাহ্দৌলা সরকারি কলেজ মাঠ হতে বিএনপিকে নিয়ে বাঘা উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক উস্কানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা বিএনপি'র উদ্যোগে আহবায়ক মোঃ ফকরুল ইসলাম বাবলু এর নেতৃত্বে বাঘা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক বিএনপি'কে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেনঃ আশরাফুল ইসলাম মলিন, সদস্য সচিব, বাঘা উপজেলা বিএনপি ,মোঃতৌফিকুল ইসলাম তোফি, সাধারণ সম্পাদক বাঘা পৌর বিএনপি, সাবেক সেক্রেটারী পৌর বিএনপি ও উপজেলা বিএনপি সদস্য্য সচিব মোঃ সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃলতিফ,মোঃ আমিনুল খান সাংগঠনিক সম্পাদক পৌর যুবদল, মোখলেসুর রহমান মুকুল সদস্য বাঘা উপজেলা বিএনপি,এ্যাডঃ ফুরোজ আহমেদ রঞ্জু সভাপতি বাজু বাঘা ইউনিয়ন বিএনপির, মোঃ শামীম সরকার আহবায়ক রাজশাহী জেলা ছাত্রদল সহ বাঘা উপজেলা, পৌর,ইউনিয়ন বিএনপির বিভিন্ন সংগঠনের শতশত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,বাঘা উপজেলাধীন বাউসা ইউনিয়নের ঈদ পূর্ববর্তী ভিজিএফ এর কার্ড বিতরণের সমন্বয়হীনতার জেরে, ইউনিয়ন বিএনপি- জামায়াত ইসলামীর মানববন্ধন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে রাজনৈতিক দল দুইটির মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটে। উভয়পক্ষের ৭/৮ জন আহত হয়। পরবর্তীতে বাঘা উপজেলা জামায়াত এর নেতৃত্বে ঈদের দিন সাংবাদিক সংবাদ সম্মেলন,১এপ্রিল বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন ও বিএনপি'কে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত করেন।এরই প্রতিবাদে বাঘা উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাঘা উপজেলা জামায়াতে ইসলাম নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সরকারি কাজে হস্তক্ষেপ করে সব কিছু নিজেদের করে নিতে চায়। বিএনপি নামে উত্থাপিত সকল অভিযোগ ভিত্তিহীন। বরং তারা নিজেরাই বিএনপি কর্মীদের উপর হামলা করে গুরুতর আহত করেন। তারা নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে বিএনপি'র উপর দোষ দিচ্ছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়ার জন্য তারা আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি সরকারী কলেজ গেইটে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।