রাজশাহীর পুঠিয়ায় হেফাজতে ইসলামের মানববন্ধন ও সমাবেশ
রাজশাহী জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০:১৫ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলা মডেল মসজিদের সামনে হেফাজতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখা আয়োজিত এক সমাবেশ, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এটি মূলত আল্লাহর অলি শাহ্ করম আলী রহ. এর বিড়ালদহ মাজারে গান-বাজনা, নাচ, নেশা ও ওরস নিষিদ্ধ করার দাবি, দেশের মধ্যে চুরি, ছিনতাই, রাহাজানি বন্ধ করার আহ্বান,শাহবাগীদের নিষিদ্ধ করা,২০১৩ সালের শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যার বিচার এবং আসিয়ার ধর্ষণ মামলার আসামিদের ফাঁসির দাবি জানাতে আয়োজন করা হয়।
সমাবেশ শেষে,উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ, পুঠিয়া বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
হেফাজতে ইসলাম পুঠিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. শফিকুল ইসলাম সুজন নেতৃত্ব দেন এই অনুষ্ঠানে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের বিভিন্ন নেতা-কর্মীরা। মানববন্ধন ও সমাবেশটি শান্তিপূর্ণভাবে বেলা ১২:২০ মিনিটে শেষ হয়।