রাজশাহীতে প্রথমবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন
ব্যুরো চীফ রাজশাহীঃ
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরে ১৯টি পরিবার এই প্রথমবার সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে।
রোববার (৩০ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম রহিম গাজী নামাজের ইমামতি করেন। এবারের ঈদে মসজিদে নামাজে অংশগ্রহণ করেন মোট ১৯ জন মুসল্লি, যার মধ্যে ১৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা।
নামাজ শেষে একাধিক মুসল্লি জানান, এটি তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। তারা জানান, এই প্রথম সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন। আগে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী তারা ঈদের জামাতে অংশগ্রহণ করতেন। তবে এবারের অভিজ্ঞতা তাদের জন্য বেশ ইতিবাচক ছিল। এক মুসল্লি বলেন,নামাজ আদায়ের পর আগের মতোই ভালো লাগলো, তবে এবার একটু ভিন্ন কিছু ছিল।
এ সম্পর্কে ইমাম রহিম গাজী বলেন, মানুষ মনে করে সৌদি আরবের সাথে মিলিয়ে আমাদেরও ঈদ পালন করতে হবে, কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। চাঁদ শুধু সৌদি আরব কিংবা বাংলাদেশের জন্য ওঠে না,এটি সারা পৃথিবীর জন্য ওঠে। যেদিন চাঁদ দেখা যায়, সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবী বড় হওয়ার কারণে বিভিন্ন দেশে চাঁদ দেখা না যাওয়ার জন্য আমাদেরও ঈদের তারিখে ভিন্নতা আসে।
তিনি আরও বলেন, সৌদি আরবকে পৃথিবীর মূল কেন্দ্র ধরে ঈদ পালন করা হয়, এমনটা বলা হয়ে থাকে। গত ৮-১০ বছর ধরে আমরা সৌদির সাথে মিলিয়ে ঈদ উদযাপন করছি। আগে মুসল্লিদের সংখ্যা কম থাকায় বাড়িতেই নামাজ আদায় করতাম, তবে বর্তমানে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত দুই-তিন বছর ধরে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
এবারের ঈদ উদযাপনে কৃষ্ণপুরের স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ এবং উৎসাহের পরিবেশ ছিল। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করার ব্যাপারে তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।