রাজশাহী দুর্গাপুরের বিপ্লব গাজীর লাশ কেরানীগঞ্জে উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিপ্লব গাজী (৩৫) ঢাকার কেরানীগঞ্জে নিজ ভাড়া বাসায় খুন হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিপ্লব গত ৪-৫ বছর ধরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একা বসবাস করছিলেন। রোববার থেকে নিখোঁজ থাকার পর সোমবার সন্ধ্যায় তার বাসার মালিক ও বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাসার দরজা ভেঙে ভিতরে গিয়ে বিপ্লবের লাশ উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিপ্লবকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের উপর কম্বল দিয়ে ঢেকে রাখা ছিল। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিপ্লবের মামাতো ভাই হাসান গাজী জানান, বিপ্লব অবিবাহিত ছিলেন এবং ঢাকায় একাই থাকতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।