রাজপাড়া জামায়াতে ইসলামী ইউনিট সভাপতি ও সেক্রেটারির সম্মেলন
রাজশাহী ব্যুরো:
৭ এপ্রিল (সোমবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানার উদ্যোগে সকল ইউনিট সভাপতি ও সেক্রেটারির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাজপাড়া থানা আমির অধ্যাপক নুরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সম্মেলনটি সকাল ৬.৩০ মিনিটে শুরু হয়। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মাওলানা আজমাল হক খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সিনিয়র নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম। রাজপাড়া থানা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান সোহেল। সম্মেলনে রাজপাড়া থানা সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি বাবর আলী লিটন, থানা সাংগঠনিক সেক্রেটারি শরীফ আল মাহমুদ ফারুকী, ৩নং ওয়ার্ড আমীর মোঃ মনিরুজ্জামান, ৫নং ওয়ার্ড আমীর আবু আব্বাস, যুব ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাসুল (সাঃ) এর আদর্শ বাস্তবায়ন করতে হবে এবং ইসলামের প্রকৃত রূপ জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তারা ফিলিস্তিনে ইসরাইলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্ব মুসলিমকে এক হয়ে ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আহবান জানান।