মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে, নিহত সবুজ মোল্লা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং ও ঢাকার কেরানীগঞ্জে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি সাভারের যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে সবুজ মোল্লা। তাঁর মামা মহসিন মিয়া মরদেহটি শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে একটি কার্টনে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের মাথা ও গলা থেকে কোমর পর্যন্ত অংশ পাওয়া যায়। এর আগে সকালে কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় স্থানীয়রা একটি পলিথিনে মোড়ানো খণ্ডিত অংশ দেখতে পান, যা একটি কুকুর টানাটানি করছিল। সন্দেহ হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দলও উপস্থিত হয়ে মরদেহের খণ্ডিত অংশগুলো পর্যবেক্ষণ করে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, লৌহজং ও কেরানীগঞ্জের ঘটনাস্থল দুটি পরিদর্শন করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে, উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো একই ব্যক্তির।
গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত ব্যক্তি সবুজ মোল্লা বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরদিন সকাল থেকে সবুজের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবার সংবাদে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহ দেখে নিশ্চিত হন যে, এটি সবুজ মোল্লারই।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সবুজ মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ বিভিন্ন স্থানে ফেলা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।