পুঠিয়ায় পুরাতন পৌর ভবনে অগ্নিকাণ্ডে টিসিবির পণ্য পুড়ে ছাই
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরাতন পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) সংরক্ষিত পণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পুঠিয়া থানার সামনে অবস্থিত পৌর সদরের পুরাতন ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিসিবির তেল, মসুর ডাল ও চালসহ প্রায় এক লাখ টাকার পণ্য পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের স্থানটিতে একটি ইলেকট্রিক বোর্ড ছিল, যা আগুনে পুড়ে গেছে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনটি অফিসিয়াল কাজে ব্যবহার করা হচ্ছিল না; এটি গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। টিসিবির পণ্যগুলো সেখানে সংরক্ষিত ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, টিসিবির পণ্যগুলো আগের দিন বিক্রি করা হয়েছিল, তাই সেখানে খুব বেশি পণ্য ছিল না। তবে অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।