পল্লী চিকিৎসক আবুল বাসার মানবতার সেবা’য় নিবেদিত প্রান
বগুড়া জেলা প্রতিনিধিঃ
গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেখানে আধুনিক চিকিৎসার সুবিধা এখনো সহজলভ্য নয়, সেখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পল্লী চিকিৎসক আবুল বাশার। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের সেবায়, বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসা দেওয়ার জন্য।
আবুল বাশার দীর্ঘ ৩০ বছর ধরে গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন। তিনি শুধুমাত্র ওষুধই দেন না, বরং মানুষকে সচেতন করেন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কেও। তার আন্তরিক সেবা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি এলাকাবাসীর কাছে এক আদর্শ চিকিৎসক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
স্থানীয়রা জানান, অনেক সময় রোগীরা অর্থাভাবে বড় ডাক্তার দেখাতে পারেন না। এমন অবস্থায় আবুল বাসার বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও, তিনি নিজের উদ্যোগে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন। বিভিন্ন ঔষধ কোম্পানির আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করেছেন।
হাকিম আলহাজ্ব আবুল বাসার (ডি,ইউ,এম,এস) ডিগ্রি অর্জন করেছেন হামদার্দ ইউনানী মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া থেকে যার রেজিঃ(নং 3521)