নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ গোলাম সাকলায়েন
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম সাকলায়েন বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দুর্গাপুর-পুঠিয়াসহ সারা দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি—এই কামনা করি। দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে, আনন্দে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সেই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, নতুন বছরে আমরা যেন সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।
এ সময় তিনি সবাইকে সততা, ন্যায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।