দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকা অফিসঃ
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
রোববার (৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার কারণে ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, আগামী ৭ এপ্রিল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ১০ এপ্রিল থেকে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ রোববার সকাল ৬টা পর্যন্ত খুলনায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।