দুর্গাপুরে ৫০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় ব্যবসায়ীকে হামলা, গ্রেপ্তার ১
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর দুর্গাপুরে ৫০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় আজাহার আলী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে দুর্গাপুর উপজেলার উজানখলসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, বলে নিশ্চিত করেছেন ওসি দুরুল হোদা এ ঘটনায় আরও ৬জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহমান ৬ এপ্রিল রাতে উজানখলসী এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আজাহার, রুবায়েতসহ কয়েকজন অস্ত্রের মুখে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তারা আব্দুর রহমানকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী শেফালী বেগম দুর্গাপুর থানায় চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযানে আরও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।