ঝালকাঠির নলছিটিতে মা ও ছেলের রহস্যজনক মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে রোববার সকালে একটি বাগানের রেন্ট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেন (৩৫)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
এসআই বেলায়েত হোসেন বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।