কিসমত গণকৈড় ইউনিয়নে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের ঈদ শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ
রাজশাহী ব্যুরোঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, রাজশাহী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবু বক্কর সিদ্দিক সোমবার(০৭ এপ্রিল) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেন।
স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি একটি পথসভায় অংশগ্রহণ করেন। এই জনসংযোগে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম রন্জু, যুবদল নেতা মোজাফফর হোসেন, যুবদল নেতা মোঃ আরমান আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, ডাঃ নুরুল ইসলাম প্রমুখ।
পথসভায় আবু বক্কর সিদ্দিক তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে অগ্নিঝরা ভাষায় বলেন, আমাদের সংগ্রাম চলছে, আজকে আমরা সারা দেশ জুড়ে যে আন্দোলন গড়ে তুলছি, তা নিঃসন্দেহে সফল হবে। জনগণের বিপক্ষে যারা ষড়যন্ত্র করছে, তাদের কুশলী জাল ছিঁড়ে ফেলতে হবে। আপনাদের শক্তি আর সাহসই আমাদের বিজয়ের মূল কৌশল। এক হয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আর কোনও প্রতিহিংসা না রেখে,আসুন সোনালী বাংলাদেশ গড়তে শপথ নিই।
তিনি আরও বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। একমাত্র বিএনপিই দেশের মানুষের জন্য কাজ করে এবং জনগণের পাশে থাকে। এই আন্দোলনে আমাদের একত্রে চলতে হবে, আমাদের শক্তি হবে জনগণ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আবু বক্কর সিদ্দিকের বক্তব্যের প্রতি গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।