প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2025 ইং
রাজশাহীর বাঘায় পেঁয়াজচাষির আত্মহত্যা: ফেসবুকে ছড়ানো মিথ্যা গল্পে বিভ্রান্তি

রাজশাহীর বাঘায় পেঁয়াজচাষির আত্মহত্যা: ফেসবুকে ছড়ানো মিথ্যা গল্পে বিভ্রান্তি
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলায় পেঁয়াজচাষি মীর রুহুল আমিনের (৬৫) ট্রেনের নিচে পড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একাধিক মিথ্যা ও বিভ্রান্তিকর গল্প। এসব গল্পে দাবি করা হয়, ঋণের বোঝা ও সন্তানদের অবহেলায় তিনি আত্মহত্যা করেছেন। তবে অনুসন্ধানে এসব তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া গল্পে বলা হয়, বৃদ্ধের স্ত্রী আট মাস আগে মারা গেছেন এবং দুই ছেলে ও দুই মেয়ে তাকে বাড়িতে রাখতে চাননি। এমনকি রাতে তাকে উঠানে থাকতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করা হয়। এই গল্পের সঙ্গে ট্রেনের ভিডিও ও সেড মিউজিক জুড়ে দিয়ে বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে প্রচার করা হয়।
তবে অনুসন্ধানে জানা যায়, মীর রুহুল আমিনের স্ত্রী মরিয়ম বেগম জীবিত এবং তারা দুজনই একসঙ্গে বসবাস করতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে ঢাকায় চাকরি করেন এবং মেয়ে ঈশ্বরদীতে বিবাহিত। পরিবারের সদস্যরা জানান, ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করা হচ্ছিল এবং কোনো পারিবারিক কলহ ছিল না।
রেলওয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঋণের দুশ্চিন্তায় মীর রুহুল আমিন আত্মহত্যা করতে পারেন।
এই ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ