প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2025 ইং
নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ গোলাম সাকলায়েন

নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ গোলাম সাকলায়েন
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম সাকলায়েন বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দুর্গাপুর-পুঠিয়াসহ সারা দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি—এই কামনা করি। দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে, আনন্দে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সেই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, নতুন বছরে আমরা যেন সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।
এ সময় তিনি সবাইকে সততা, ন্যায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ