প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 3, 2025 ইং
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ০৫

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ০৫
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনা বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় মোট ০৫ জন আসামী গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী ১। মোঃ জাহিদ হোসেন বিল্লাল (২৩) পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-হেলেনা আক্তার সাং-আকুয়া খালপাড় মোড়লবাড়ী ২। মোঃ শাকিরুল ইসলাম (২০) পিতা-ফারুক মিস্ত্রি মাতা-মোছাঃ সুফিয়া খাতুন সাং-আকুয়া গরুর খোয়ার, উভয় থানা-কোতোয়ালী ৩। মাহফুজ আহম্মেদ(২১) পিতা-মৃত আঃ মোতালেব মাতা-নাজমা খাতুন সাং-কালী বাজাইল থানা-ফুলবাড়ীয়া ৪। মুরাদ হাসান (২০) পিতা-এরশাদ মিয়া মাতা-সাবিনা বেগম থানা-মুক্তাগাছা সর্ব জেলা-ময়মনসিংহদের কে কাতলাসেন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী ১। মোঃ সামাদুল মীর (৫৩) পিতা-মৃত ইসমাইল মীর মাতা-হালিমা সাং-রঘুরামপুর থানা- ময়মনসিংহ সদর এবং আসামীর নিকট হইতে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
প্রত্যেক আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ