স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে বাংলাদেশের সকল পান চাষিকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তা পাঠিয়েছেন
পান চাষের খুটি নাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন। তিনি তার
বার্তায় সকল পান চাষির ও কৃষকের সুখ, সমৃদ্ধি এবং সফলতা কামনা করেছেন।
ঈদ উত্সবের
এই বিশেষ দিনটি বাংলাদেশের কৃষক সমাজের জন্য একটি আনন্দঘন মুহূর্ত, যেখানে ধর্মীয় ও
সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। দেশের সকল পান চাষির প্রতি শুভেচ্ছা জানিয়ে মোঃ জাকির হোসেন
বলেন, “ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি এবং শান্তির বার্তা নিয়ে আসে। দেশের
পান চাষিদের শ্রমের ফলস্বরূপ তাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন
করেছে।”
তিনি আরও
বলেন, “আমরা, পান চাষের খুটি নাটির পরিবার, দেশের সকল কৃষকের পাশাপাশি পান চাষিদের
সুখ-শান্তি ও সাফল্য কামনা করি। আসন্ন দিনগুলোতে তারা যেন আরো ভাল ফলন ও ব্যবসায়িক
সফলতা অর্জন করেন।"
এছাড়া, পান
চাষের উন্নয়ন ও চাষিদের সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়ে তিনি সকল চাষির
পাশে থাকার অঙ্গীকার করেছেন।
ঈদের আনন্দ
সকলের জীবনকে আলোকিত করুক, এবং দেশের কৃষি খাতে আরও উন্নতি ও সমৃদ্ধি আসুক, এই কামনা
করছি।
ঈদ মোবারক!
মোঃ জাকির
হোসেন
চেয়ারম্যান
পান চাষের খুটি নাটি