প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2025 ইং
নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা নরসিংদী জেলা

নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা
নরসিংদী জেলা প্রতিনিধিঃ
বুধবার (১২ মার্চ) নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। সভায় ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো প্রদান, শ্রমজীবী নারী কর্মীদের প্রতি সহিংসতা প্রতিরোধ, কলকারখানার কর্মীদের ঈদের ছুটিতে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিতকরণ, বন্ধের দিনগুলোতে শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচিত হয়।
সভায় সভাপতি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, নরসিংদীর শ্রমিক ও মালিকপক্ষ অতীতের মতো ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে নরসিংদী ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ