প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2025 ইং
নাটোরে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

নাটোরে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রকে বলাৎকার করার দায়ে একই মাদরাসার শিক্ষক আব্দুর রহিম কালু (২৭) কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম কালু নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল-জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলো।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যায় মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালু ওই ১২ বছরের ছাত্রকে মোটরসাইকেলে করে তার বাড়ি থেকে মাদরাসায় নিয়ে আসে এবং সেখানে মাদরাসার একটি কক্ষে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পর ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায় এবং তাকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ছাত্রটির বাবা ২১ মে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ্যাডভোকেট আব্দুল কাদের, নাটোর জজ আদালতের বিশেষ পিপি জানান, মামলার দীর্ঘ ৪ বছর সাক্ষ্যগ্রহণ ও শুনানি চলার পর আদালত বুধবার আসামিকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করার আদেশ দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ