প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2025 ইং
দুর্গাপুরে অনিয়ম রোধে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ প্রশংসায় ইউএনও

দুর্গাপুরে অনিয়ম রোধে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ প্রশংসায় ইউএনও
রাজশাহী প্রতিনিধি:
প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজশাহী দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়াটি প্রকাশ্যে লটারির মাধ্যমে সম্পন্ন করেন, যা স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।

গত সোমবার (১০ মার্চ) উপজেলা পরিষদ মিনি হলরুমে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং পরে উপজেলা চত্বরে শত শত মানুষ উপস্থিত থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ডিলারদের নাম ঘোষণা করা হয়।
এই স্বচ্ছ পদ্ধতিতে ডিলার নিয়োগ হওয়ায় আবেদনকারীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরাও ইউএনওর এই উদ্যোগের প্রশংসা করেন।
একজন পরিবেশক নিয়োগের প্রত্যাশী জানান, আমরা ভাবছিলাম হয়তো সুপারিশ বা প্রভাব খাটানো হবে, কিন্তু ইউএনও স্যারের কারণে সব কিছু স্বচ্ছভাবে হয়েছে। এটা সত্যিই প্রশংসনীয়।
নওপাড়া ইউনিয়নের গোপালপুর বাজার পয়েন্টের সদ্য নিয়োগপ্রাপ্ত ডিলার রহিদুল ইসলাম বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের পর অনেকেই তথ্য গোপন করে আবেদন করেছিলেন, তবে সচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে আমি সন্তুষ্ট।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে।
এই উদ্যোগে উপজেলা বাসী দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে এটি মনে করছেন এবং তারা আশা করছেন যে, অন্যান্য ক্ষেত্রেও প্রশাসন এই ধরনের স্বচ্ছতা বজায় রাখবে।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দিতে ১৪ জনের নির্বাচন করার কথা ছিল, তবে ১২ জন নির্বাচিত হয়েছে। ডিলার নিয়োগের জন্য সরেজমিন যাচাই-বাছাই শেষে একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়।
নির্বাচিত ডিলাররা হলেন, নওপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজারের দেলোয়ার হোসেন,গোপালপুর বাজারের রহিদুল ইসলাম, কিসমতগনকৈড় ইউনিয়নের ঝিনার মোড়ের রফিকুল ইসলাম,পানানগর ইউনিয়নের বেলঘরিয়া বাজারের আব্দুর রশিদ, দেলুয়াবাড়ী ইউনিয়নের তরিপতপুরের জাহাঙ্গীর আলম পাচুবাড়ি বাজারের দুলাল হোসেন, ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া বাজারের এবাদুল্লাহ, আমগাছি বাজারের ইসমাইল হোসেন, মাড়িয়া ইউনিয়ন পালিবাজারের মোক্তার হোসেন, মাড়িয়া বাজারের মোর্শেদ রানা, জয়নগর ইউনিয়নের হাটকানপাড়া বাজারের মেহেদী আল ইমাম, কালীগঞ্জ বাজারের মিজানুর রহমান,
তবে দুটি পয়েন্টে যোগ্য ডিলার না পাওয়ায় সেই দুটি পয়েন্টের নিয়োগ স্থগিত করা হয়েছে। এসব পয়েন্টে পুনরায় ডিলার নিয়োগ দেওয়া হবে বলে কর্মসূচিতে জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ