প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2025 ইং
ট্রিপল মার্ডারের প্রধান আসামীসহ ২ জন র্যাবের হাতে আটক

ট্রিপল মার্ডারের প্রধান আসামীসহ ২ জন র্যাবের হাতে আটক
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে দুই ভাইসহ তিন জনকে হত্যা মামলার প্রধান আসামী এবং নিহতদের চাচাতো ভাই মো. হোসেন সরদার র্যাবের হাতে আটক হয়েছে। র্যাব ঢাকার আশুলিয়ার কাঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে র্যাব-৮ ও র্যাব-৪ যৌথভাবে ঢাকার আশুলিয়ায় অভিযান চালায়। এসময় তারা মো. হোসেন সরদার (৬০) কে আটক করতে সক্ষম হয়। অপরদিকে, মাদারীপুর র্যাব ক্যাম্প এর একটি দল একই রাতে শরীয়তপুরের পালং থানার আরিগাও এলাকা থেকে এই মামলার অপর আসামী সুমন সরদার (৩৩) কে আটক করেছে।
র্যাব জানায়, চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার খবর টেলিভিশন ও পত্রিকায় প্রচারিত হওয়ার পর র্যাব-৮ এর নজরে আসে। এরপর তারা আসামীদের ধরার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। মামলার আসামীরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, তবে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করা হয়। এরপর র্যাব-৪ এর সহযোগিতায় প্রধান আসামী মো. হোসেন সরদারকে আটক করা হয়।
এছাড়া, একই রাতে শরীয়তপুরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত অপর আসামী সুমন সরদার কেও আটক করা হয়।
মো. হোসেন সরদার নিহত সাইফুল ও আতাউরের চাচা এবং মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে। অপর আসামী সুমন সরদার সদর উপজেলার বাবনা তলা এলাকার হাছেন সরদারের ছেলে।
এ মামলার অভিযুক্তদের আটক করে র্যাব মামলাটি অধিকতর তদন্ত করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ