প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2025 ইং
বখতিয়ারপুর ও হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন

বখতিয়ারপুর ও হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন
রাজশাহী প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্থার প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজ এবং হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ মানববন্ধনটি সোমবার (০৯ মার্চ) বিকেল ৪ টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়ার মানিক-মুক্তা মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
বখতিয়ারপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইকন আলীর সভাপতিত্বে এবং হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিরব হোসেন অপুর সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহম্মেদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের সদস্য ফায়সাল আহম্মেদ শান্ত, বখতিয়ারপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল সাফি,৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক শহিদুল,সাংগঠনিক সম্পাদক শুভ আহমেদ,৭নং জয়নগর ইউপি সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা তানভির আনজুম শুভ, রিপন,তুহিন,আরিফ,লতিফুর,আকাশ হাসান,জুবায়ের,আসাদুজ্জামান,শুভ আহম্মেদ,
সহ অত্র কলেজের ছাত্রনেতৃবৃন্দ প্রমুখ।
এছাড়াও মোঃ ফারুক হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন, এবং মোঃ আবু বক্কর সিদ্দিক প্রভাষক হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন এবং অনলাইনে হেনস্থার ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে, কিন্তু এসব ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। বক্তারা সরকারকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নত করতে এবং নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য সরকারের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
এই মানববন্ধনটির মাধ্যমে ছাত্রদল নেতৃবৃন্দ নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ